ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

একুশের প্রথম প্রহরে নরসিংদীতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৭:৫০ পূর্বাহ্ণ । ১২৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুর রহমান :-

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে শহীদদের স্মরণে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক, জেলা পুলিশ, জেলা পরিষদ, আনসার-ভিডিপি, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ।
পৌর শহরের মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের পাশে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, জেলা পুলিশ সুপার মোস্তাফিজ রহমান (পিপিএম) ও সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফারহানা আহমেদ শহিদদের স্মরণে প্রথমে প্রদীপ প্রজ্বলন ও ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরপরই একে একে সারিবদ্ধভাবে জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী পৌরসভা ও বিভিন্ন স্কুল-কলেজে শহিদ বেদিগুলোতে মেয়র, উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সামাজিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।