ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

মদনে ২২৪.৫৭ একর খাসজমি উদ্ধার। 

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ । ১৪৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদনে সরকারি খাস জমি দখল মুক্ত করতে মৃত্তিকা অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে এ উপজেলায় অবৈধ দখলদারি চক্রের কবল থেকে জমি উদ্ধারের জন্য মৃত্তিকা অভিযান পরিচালনা করে ২২৪.৫৭ একর সরকারি খাস জমি  উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন।  উদ্ধার হওয়া জমি এই উপজেলার অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে বন্দোবস্ত প্রদান করার পরিকল্পনা গ্রহণ করছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়,গত ২০২৩ সালে নভেম্বরে রাজস্ব সভায় সরকারি খাস জমি উদ্ধারের বিষয়ে আলোচনা হয়েছিল।  তখনই একটি প্রভাবশালী চক্রের কবল থেকে সরকারি খাস জমি দখল মুক্ত করার মৃত্তিকা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে গত ডিসেম্বর মাসে জমি উদ্ধারের কার্যক্রম পরিচালনা শুরু করা হয়। ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস উপজেলা প্রশাসন মৃত্তিকা অভিযান পরিচালনা করে ২২৪.৫৭ একর সরকারি খাস জমি উদ্ধার করেন। এই জমিগুলো বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। উদ্ধার হওয়া জমিগুলো রয়েছে চানগাও ইউনিয়ন হাসকুড়ি মৈধাম মৌজার ৫.৯৭ একর,মদন ইউনিয়ন মদন মৌজার ৯.৮৫ একর। গোবিন্দশ্রী ইউনিয়নে গোবিন্দশ্রী মৌজার ১৪৫.৩২ একর, মনিকা মৌজার ৪০.২৫ একর ও পদমশ্রী মৌজার ৬.৫৪ একর। মাঘান ইউনিয়নে রানীহালা মৌজার ১৩.১১ একর। তিয়শ্রী ইউনিয়নে বাঘমারা মৌজার ০.৭৯ একর। ফতেপুর ইউনিয়নে হাসনপুর মৌজার ৩.১৩ একর। এ বিষয়ে মদন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এ টি এম আরিফ এ প্রতিনিধিকে জানান,রাজস্ব সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি খাস জমির তথ্য সংগ্রহের জন্য সরকারি ভূমি  কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ অনুযায়ী সরকারি খাস জমির তথ্য সংগ্রহ করে উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। অবৈধ দখল দারী খাস জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া জমি গুলো বন্দোবস্ত নেওয়ার জন্য এখন পর্যন্ত ৯৫টি আবেদন জমা হয়েছে। আবেদন গুলো যাচাই-বাছাই করে তাদের জন্য বন্দোবস্ত প্রদান করা হবে।