ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ -২০২৪ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।  

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ । ২৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার খাটিহাতা হাইওয়ে থানার উদ্যোগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ -২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে এক র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি বিশ্বরোড মোড় এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে  জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  ড্রাইভারদের মাঝে লিফলেট বিতরণ, খাবার,  পানি ও ফুল উপহার দেন খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।
র‍্যালী শেষে খাটিহাতা হাইওয়ে থানা প্রাঙ্গণে উক্ত থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে ও এসআই সারোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ,  খাটিহাতা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও আওয়ামী লীগ ত্যাগী নেতা মো. আমজাদ হোসেন ও সাধারন সম্পাদক মো. রায়হান উদ্দিন, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিম ও সাধারন সম্পাদক স্বপন মিয়া, জেলা লোকাল বাস পরিচালনা কমিটির সদস্য রমজান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ জেলা শাখার ত্রাস ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সেলিম মুন্সি, জাতীয় সাংবাদিক সংস্থা সরাইল শাখার সভাপতি কাজী আমিনুল ইসলাম (শেলভী), জেলা জাতীয় শ্রমিকলীগের শ্রমিককল্যাণ বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাদন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।