প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৯:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ
নওগাঁয় ছাগলকে খাওয়ানোর পাতা কাটার সময় গাছ থেকে পড়ে এক ব্যাক্তির মৃত্যু
শহিদুল ইসলাম জি এম মিঠন, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় ছাগলকে খাওয়ানোর জন্য পাতা কাটতে গাছে ওঠার পর গাছ থেকে পড়ে ফজলুল হক (৪৯) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার চাকলা গ্রামে। নিহত ফজলুর রহমান হলেন, চাকলা গ্রামের পচন চৌকিদার এর ছেলে।
নিহতের নাতী কাউছার বলেন, মঙ্গলবার বিকেলে ছাগলকে খাওয়ানোর জন্য বাড়ির পাশে একটি গাছে ওঠে পাতা কাটার সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজন সহ স্থানিয় লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।
Copyright © 2024 দৈনিক আজকের বিনোদন. All rights reserved.