ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ড, ময়মনসিংহ-জারিয়া রেল যোগাযোগ বন্ধ

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ । ৭২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া এলাকায় বলাকা কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া অভিমুখী ট্রেনটির ইঞ্জিনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার   জারিয়া স্টেশন থেকে দুই কিলোমিটার আগে এ ঘটনাটি ঘটে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বন্ধ রয়েছে ময়মনসিংহ-জারিয়া রেল যোগাযোগ।
পূর্বধলার শ্যামগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি বেলা সাড়ে ১১ জারিয়া-ঝানজাইল এলাকায় আসলে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
তিনি আরো জানান,এখন জারিয়াগামী লোকাল ট্রেন শ্যামগঞ্জ স্টেশনে অবস্থান করছে। ওই ট্রেনের ইঞ্জিনটি রিলিফ ইঞ্জিন হিসেবে পাঠানো হবে প্রশাসনের সিদ্ধান্তক্রমে। পাঠানো হলে অগ্নিকাণ্ডে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করা হবে। তখন আবার রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

Tanim Cargo
Tanim Cargo