ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

যানজটমুক্ত লোহাগাড়া গড়তে ৪ লাইন সড়কের দাবী

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ২:৪৯ পূর্বাহ্ণ । ২০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-কক্সবাজার যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই কোন না কোন সড়ক দূর্ঘটনাটায় প্রাণ হারাচ্ছে আরোহীরা। মানুষ হারাচ্ছে তার প্রিয়জনদের। তাই এই সড়ক ৪ লাইন করণের প্রাণের দাবি লোহাগাড়াবাসীর।
১৬ ফেব্রুয়ারি (রবিবার) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাছান (ইউএনও) কাছে যানজটমুক্ত লোহাগাড়া গড়তে স্মারকলিপি প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিগণ।
সাম্প্রতিক সময়ে লোহাগাড়ায় যানজট পরিস্থিতির অবনতি ঘটেছে। মোড়ে মোড়ে তৈরি হয়েছে যানজট। ব্যস্ততম মোড়ের পাশাপাশি  এবং শপিং মলগুলোকে কেন্দ্র করেও তৈরি হয়েছে যানজট।ট্রাফিক আইন না মানা, পরিকল্পনার অভাব, ফুটপাত দখল, প্রাইভেটকারের সংখ্যা  বৃদ্ধি পাওয়া যানজটের অন্যতম প্রধান কারণ ।  ফুটপাত দখল করে দোকান বসানো, যত্রতত্র ভাসমান দোকানপাট যানজটের অন্যতম কারণ। কিছুতেই  যানজট সমস্যা সমাধান হচ্ছে না। যানজট সমস্যা দিনই দিনই জটিল হচ্ছে।
লোহাগাড়াকে যানজটমুক্ত করতে লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাছান জানান, বিগত সময়ে একবার সিঙ্গেল টেন্ডার হওয়ার পরও এটা বাতিল হয়৷ মন্রণলায়ের পক্ষ হতে এবারের মতো টেন্ডার হয়েছে তিনি লোহাগাড়াবাসীকে আশ্বস্ত  করেছেন দ্রুত সময়ে ভালো ফিডবেক পাবেন৷
এসময় আরো উপস্থিত ছিলেন,  বৈষম্য বিরোধি ছাত্রআন্দোলনের প্রতিনীধি, জাতীয় নাগরিক কমিটি, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটি ও সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

Tanim Cargo
Tanim Cargo