দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন মাঝিপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি কাচা-পাকা ঘর পুরোপুরি পুড়ে গেছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকাল ৫ টায় ক্ষতি গ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও শীত বস্ত্র দিয়ে সহযোগিতা করেন উপজেলা ও পৌর বিএনপি।
গত রাতে লাগা আগুন প্রায় তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছে এলাকাবাসী।
এদিকে উপজেলার মাঝি পাড়া এলাকার লাগা আগুনে পুড়ে গেছে দুই পরিবারের স্বপ্ন। মঙ্গলবার রাতে লাগা আগুনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা। প্রায় তিন ঘন্টা পর নিয়ন্ত্রণ আসে আগুন। কিন্তু ততক্ষণে নিঃস্ব হয়ে গেছে পুরো দুটি পরিবার।
শুধু জিনিস পত্র নয়। আগুনে পুড়ে গেছে শিক্ষার্থীদের বই খাতা কিছুই বের করতে পারেনি কেউ। ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দুই পরিবারের একাধিক সদস্য।
বাড়ির মালিক শান্ত রায় ও সুমন রায়ের স্ত্রী বলেন, আমরা একভাই গাড়ি চালকের সহকারী ও একজন ইট ভাটাতে কাজ করি। কাজের কারণে বাইরে ছিলাম। বাড়িতে কেউ ছিল না ঘরে থাকা খাবার, পোশাক, নগদ টাকা, অলংকার, আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে পরিবার নিয়ে থাকতে হবে। শীতের কুয়াসার মধ্যে খোলা আকাশের নীচে রাত কাটাতে হবে সব হারানো এই দুই পরিবারের এসব মানুষদের।
ফায়ার সার্ভিস বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। যদিও ফায়ার সার্ভিস বলছে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
এসময় ঘোড়াঘাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের নির্দেশে আমরা আগুনে পুড়ে যাওয়া পরিবারের খোঁজ খবর নিতে এসেছি। আগুনে পুড়ে পরিবার দুইটির স্বপ্ন ছাই হয়েছে। পরিবার দুইটির সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। সার্বিক বিষয়টি আমরা ডা. জাহিদ হোসেনকে অবহিত করবো। সার্বিক সহযোগিতা করা হবে।
এসময় এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে পরিবার দুইটির হাতে নগত অর্থ ও কম্বল বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাঃ সম্পাদক আবু সাইদ মিয়া, যুগ্ন সাঃসম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমান লাবলু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পল্লব মন্ডলসহ অনেকে।
ক্যাপশনঃ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শান্ত ও সুমন রায়ের বসতঘর ও আসবাবপত্র।