নেত্রকোনার ঐতিহ্যবাহী কেন্দুয়ায় প্রেসক্লাবের উদ্যোগে ২২ জানুয়ারী বুধবার বিকালে কেন্দুয়া প্রেসক্লাব সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে মাস ব্যাপী বানিজ্য মেলা শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার, অফিসার ইনচার্জ মিজানুর রহমান,বিএনপির কেন্দুয়া উপজেলার শাখার সভাপতি জয়নাল আবেদীন ভুঁইয়া সহ বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্হিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি আব্দুল হাই এক বিবৃতিতে জানান এ প্রতিনিধিকে জানান মেলার বিভিন্ন আয়োজন উপভোগ করার জন্য সকলকে আন্তরিক আমন্ত্রণ জানানো হলো। সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি মোঃ সেকুল ইসলাম খান বলেন,আশা করি মেলাটি সকলের জন্য আনন্দময় ও উপভোগ্য হবে।নির্মল চিত্তবিনোদনের জন্য মেলার বিভিন্ন রাইডস শিশু কিশোরদের আনন্দ জোগাবে।