টাংগাইলে ধনবাড়ী উপজেলার ধোপাখালি ইউনিয়নের ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষায় গুনগত মান উন্নয়নের লক্ষ্যে নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। বুধবার (২২ জানুয়ারি ) সকাল ১০ টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মোজাম্মেল হক প্রধান শিক্ষক ভাইঘাট উচ্চ বিদ্যালয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি, মুহাম্মদ বাবুল হাসান ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ নজরুল ইসলাম একাডেমি সুপার ফাইজার সহ স্কুলের ম্যানেজিং কমিটি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
মশাল দৌড়ের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, অংক দৌড়, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, এবং মোরগের লড়াইসহ বিভিন্ন বিভাগে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ অনেকেই প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা শেষে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও অভিবাবকগণ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।