ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ফেনসিডিলসহ দুই যুবক আটক

আজকের বিনোদন
জানুয়ারি ২১, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ । ৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাংনীতে ৪৯ বোতল ফেনসিডিল সহ ২ যুবককে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা।
আজ সোমবার )২০ জানুয়ারি) বিকালে গাংনী উপজেলার বামন্দী-দেবীপুর সড়কের মাঝখানে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের ভিটাপাড়া এলাকার নুর ইসলামের ছেলে ভ্যানচালক মো: লালন হোসেন(২৫) ও একই এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি মোঃ শান্ত ইসলাম(১৭)।

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মো: মহিবুল হক বলেন, গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বামন্দী সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো: মাজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দেবীপুর নামক স্থান থেকে ওই দুই যুবককে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।সেই সাথে ফেনসিডিল পাচার কাজে ব্যবহৃত পাখি ভ্যানটিও পুলিশ হেফাজতে নেয়া হয়।
আটককৃত আসামি মো: লালন হোসেন ও মো: শান্ত ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo