জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী ছাত্র- জনতার উপর হামলার ঘটনার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব মোড়ে
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা ছাত্র সংসদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়৷
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং, উপজেলা হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং, জেলা ছাত্র ইউনিয়ন সংসদের সদস্য নূর আলম, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কবিরুল ইসলাম।
সমাবেশে বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে বলেন, ‘উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী আদিবাসী ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। শান্তিপূর্ণ সভা-সমাবেশে এ ধরণের ন্যাক্কারজনক হামলা
তা সভ্যজগতকে হার মানিয়েছে।অবিলম্বে হামলা কারীদের গ্রেফতারসহ উপযুক্ত শাস্তি নিশ্চিত করা না হলে আদিবাসী ছাত্র-জনতা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে প্রতিবাদ সমাবেশে ঘোষণা দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।