ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

কমলগঞ্জে পটগান ও নাটক প্রদর্শনী

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ । ৮৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজু দত্ত,  মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের ২য় পর্যায়ে পানি ব্যবস্থাপনা সমাবায় সমিতির সদস্যদের জন্য বাংলার ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জ এলজিইডি সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামে অবস্থিত লাঘাটা ছড়া পানি ব্যবস্থাপনা সমাবায় সমিতির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, আইডিএস কর্মকর্তা হাবিবুর রহমান, শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ, লাঘাটা ছড়া পানি ব্যবস্থাপনা সমাবায় সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টন। অনুষ্ঠানে পটগান ও নাটক পরিবেশনা করে ঢাকার রুপান্তর। গানে ও অভিনয়ে মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।