আবুসালেহ (সজীব), মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বিথি নামের এক জন মহিলা নিহত হয়েছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ০২ টার সময় মির্জাপুর পৌরসভার বাইপাস ফ্লাইওভার এর সামনে এই ঘটনা ঘটেছে।
মির্জাপুর পৌরসভার ০৩ নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানী গ্রামের পিতা: মো. ময়নাল ওরফে হক সাহেব এর মেয়ে বিথি বেগম (৩৫) নিহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বিথি বেগম বাসা থেকে বের হয়ে পরিবারের লোকজন নিয়ে ক্রয় কৃত জমি দেখার উদ্দেশ্যে ত্রিমোহন এলাকায় যান সেখান থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে সে মারা যায়। অপরদিকে বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়েছিল। আহতদের অবস্থার অবনতি হলে তিনজনকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তার এক ছেলে এক মেয়ে রেখে মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে রিক্সা ও বাস মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে সাথে সাথে একজন মহিলা মারা যান ও অপর চারজন গুরুতর আহত হন।
অন্যদিকে রিকশা চালক নয়ন গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার (ওসি) মাসুদ সংবাদমাধ্যমকে বলেন, ঘটনা স্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। অটো রিক্সাটি থানায় জব্দ রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।