ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

স্মার্ট বাংলা দেশ গড়তে হলে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে।

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ । ১৩১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
স্মার্ট  বাংলা দেশ গড়তে হলে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে।এ সকল কথা বলেনগাজীপুর কালীগঞ্জের জাঙ্গালীয়া এলাকার নরুণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা জনাব আক্তার উজ্জামান।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আক্তারউজ্জামান এমপি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ উন্মুক্ত বিশ বিদ্যালয়ের উপ-পরিচালক মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথীর পাশাপাশি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্র্মকর্তা নূর-ই-জান্নাত, কেন্দ্রীয় যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক এবিএম আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সদস্য মঞ্জুর হোসেন।
এর আগে প্রধান অতিথীর বক্তব্যে আক্তারুজ্জামান বলেন,স্মার্ট  বাংলা দেশ গড়তে হলে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। মেধা, মনন ও সংস্কৃতিতে সমৃদ্ধ হতে হবে। শিক্ষার পাশাপাশি ক্রীড়াতে মনোনীবেশ করতে হবে। আধুনিক জাতি গঠনে এর কোন বিকল্প নেই।