ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

দেখা মিলল বিরল প্রজাতির মাকড়সা

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ । ৮০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজু দত্ত,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানে শ্রমিক লাইনে একটি বাড়িতে দেখা মিলল বিরল প্রজাতির (crab spiders) ক্রেব স্পাইডার মাকড়সা। মাকড়সা দেখতে অবিকল মানুষের মুখমন্ডলের মত।
জানা যায়, উপজেলার মাধবপুর চা বাগানের ডিভিশন পদ্ধছড়া চা বাগানের শ্রমিক লাইনে রবিবার দুপুরে মাকড়সাটিকে দেখতে পান বাড়ির মালিক বুলবুল আহমেদ। পরে মাকড়সাটিকে ধরে একটি প্লাস্টিকের কৌটাতে সংরক্ষণ করে স্থানীয় গনমাধ্যম কর্মীকে খবর দেন। তারা বিষয়টি শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করেন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এই মাকড়সাটির নাম হচ্ছে  (crab spiders) ক্রেব স্পাইডার। এটি বাংলাদের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিচরণ রয়েছে। তিনি স্থানীয় গনমাধ্যমকর্মীদের বলেন, মাকড়সাকে ছেড়ে দেয়ার কথা বলেন। পরে বাড়ির মালিক বুলবুল আহমেদ ও তার মা জয়গুন বেগম বিরল মাকড়সাটিকে কাঁঠাল গাছে উন্মুক্ত করেন।