ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

কালীগঞ্জে এক ব্যাক্তির নামে একাধিক ওয়ারিশ সনদ দিয়ে জমি দখলের পায়তারা।

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ । ১৫৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাংগালীয়া এলাকার আব্দুল মান্নান মোল্লা গং পিতা মৃত জৈনদ্দিন মোল্লা একদশকের বেশি সময় পূর্বে তার পিতা মৃত জৈনদ্দিন মোল্লা, পিতা মৃত ছলিম মোল্লা এর ভূয়া তথ্য দেয়ে  ওয়ারিশান সনদ জাংগালীয়া ইউনিয়ন পরিষদ হইতে উত্তোলন করেন। যাহার স্মারক নং-জাঙ্গালীয়া ইউ/ওয়ারিশান সনদ/০৪।যাতে জলিল মোল্লা, আঃমান্নান মোল্লা ও আবুল বাতেন মোল্লা কে ওয়ারিশ দেখানো হয়।যা জমা দিয়ে বিগত ২০১৪ সালে চাচাতো বোন হাছেন বানু পিতা মৃত আইন উদ্দিন মোল্লা এর জমি আত্মসাৎ এর লক্ষ্যে বিঞ্জ জেলা জজ ২য় এর আদালতে কালীগঞ্জ উপজেলাধীন জাংগালীয়া মৌজার আর এস ৫৬৩ খতিয়ানের রেকর্ড সংশোধন এর একটি হয়রানি মূলক  মোকদ্দমা দায়ের করেন।যাহা দেঃমোহ নং-১৫৭/২০১৪।যাহা বর্তমানে ৫ম সহকারী জজ আদালতে চলমান আছে। যাহার নম্বর ২০৩/২১।দীর্ঘ এক দশকের বেশি সময়ে বাদী আঃমান্নান মোল্লা এবং ১ নং বিবাদী হাছান বানু মারা গেলে তার সন্তানদের পক্ষ করা।অতচ এই মান্নান মোল্লা বাদী হয়ে বিগত ০৬/০৭/২০১৪ইং তারিখে সহকারী কমিশনার ভূমি কালীগঞ্জ, গাজীপুর বরাবর উক্ত খতিয়ানের জমি খারিজ  না করার আবেদন করেন।আঃ মান্নান মোল্লা মারা গেলে তার সন্তানেরা সহকারী কমিশনার ভূমি কালীগঞ্জ গাজীপুর এর নিকট খারিজ নাকরার জন্য আরো একটি আবেদন করেন। যাতে মৃত জৈনদ্দিন  মোল্লা, পিতা মৃত ছলিম মোল্লা এর ওয়ারিশান তিন ছেলে এবং এক মেয়ে দেখানো হয়েছে।যারা হলেন আব্দুল জলিল মোল্লা, আব্দুল মান্নান মোল্লা, আব্দুল বাতেন মোল্লা ও রমিজা খাতুন ওরফে আমেন খাতুন।এই মর্মে গত ০৬/০৯/২০২২ইং তারিখে জাংগালীয়া ইউনিয়ন পরিষদ হইতে একটি ওয়ারিশান সনদ ইসু করেন।সহকারী কমিশনার ভূমি কালীগঞ্জ এর নিকট খারিজ না করার আবেদনের পরিপ্রেক্ষিতে রমিজা খাতুন ওরফে আমেনা খাতুন  ওয়ারিশ গন রমিজা খাতুন এর পৈতৃক জমি খারিজ করতে পারছে না এবং তাদের নেহ্য অধিকার হতে বঞ্চিত হচ্ছেন। হাছান বানু সন্তানেরা হয়রানি হয়ে আসচ্ছে একদশকের বেশি সময় ধরে। এভাবে ভূয়া ওয়ারশান সনদের বিনিময়ে আর কত হয়রানি হবো আমরা প্রশ্ন হাছান বানু ওয়ারিশান দের।
মোঃওমর আলী মোল্যা