আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করলো কিয়েভ।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভিতরে আক্রমণের অনুমতি দিয়েছেন ইউক্রেনকে। তারপর এই ক্ষেপণাস্ত্র-হামলা করেছে ইউক্রেন।
রাশিয়া জানিয়েছে, ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তার মধ্যে পাঁচটিকেই তারা মাঝপথে ধ্বংস করে দেয়। একটি ক্ষেপণাস্ত্র সামরিক ঘাঁটিতে আছড়ে পড়ে। তার ফলে আগুন লাগে। তবে দ্রুত তা নিভিয়ে দেয়া হয়েছে। কেউ মারা যাননি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার ১১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। এর ফলে অস্ত্র ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। তারা কী অস্ত্র ব্যবহার করেছিল তা জানায়নি। তবে ইউক্রেন সরকারের সূত্র উল্লেখ করে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তারা মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রই ব্যবহার করেছিল।
যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রও রয়টার্সকে এই খবর সমর্থন করেছে। সূত্র জানিয়েছে, রাশিয়া কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে। অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ লাইন বন্ধ করতেই এই হামলা করা হয়েছে।
রাশিয়ার প্রতিক্রিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পশ্চিমা দেশগুলি স্পষ্ট ইঙ্গিত দিলো, তারা এই সংঘাত বাড়াতে চায়।
মস্কো জানিয়েছে, ইউক্রেন থেকে ছোড়া মার্কিন ক্ষেপণাস্ত্র ব্রায়ানস্ক অঞ্চলে এসে পড়ে। তাদের দাবি, এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সাহায্য করেছে। এর ফলে ওয়াশিংটন এই সংঘাতে সরাসরি যুক্ত হয়ে পড়লো। রাশিয়াও এই আক্রমণের উপযুক্ত জবাব দেবে।
ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র হামলা করেছে মঙ্গলবার যুদ্ধের এক হাজার-তম দিনে, যখন তাদের এক পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়া অধিকার করে রেখেছে। ডনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট হওয়ার পর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কতটা সাহায্য করবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম মঙ্গলবার ইউক্রেন থেকে আসা ৪২টি ড্রোন ধ্বংস করেছে। স্থানীয় সময় রাত নয়টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই ড্রোন হামলার চেষ্টা চলে। এর মধ্যে ৩২টি ড্রোন ব্রায়ানস্ক অঞ্চলে এসেছিল। খবর রয়টার্সের।
ইউক্রেন বেশ কিছুদিন ধরেই ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভিতরে বিশেষ করে সামরিক বিমানঘাঁটি ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে আঘাত হানার চেষ্টা করছে। কিন্তু খুব কম সময়ের মধ্যে এতগুলি ড্রোন পাঠানোর ঘটনা সচরাচর ঘটে না।
জেলেনস্কির প্রতিক্রিয়া
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে মার্কিন ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। তিনি বলেছেন, ”ইউক্রেনের কাছে দূরপাল্লায় গিয়ে আঘাত করার মতো অস্ত্র আছে। ইউক্রেন দূরপাল্লার ড্রোনের উৎপাদনও করছে। আমাদের হাতে নেপচুন ক্ষেপণাস্ত্র আছে। আমাদের হাতে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রও আছে। আমরা এই সবগুলিই ব্যবহার করব।”