ওসমান গনি, লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোটাভুটির মাধ্যমে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার ২৮ জানুয়ারী সকাল ১০ টা থেকে দুপুর ২ঃ৩০ ঘটিকা পর্যন্ত কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
৯৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। সভাপতি ও সম্পাদকসহ ১২ টি পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে সাবেক সভাপতি আবু তাহের মোঃ মুসা শামীম চেয়ার প্রতীকে ৫৪ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল করিম বাদল, দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৯ ভোট।
সহঃসভাপতি পদে মোঃআব্দুস ছালাম ছাতা প্রতীকে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল ওয়াহেদ আনারস প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ রেজাউল করিম ফরহাদ খেজুর গাছ প্রতীকে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম বাদল হাতী প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।
সহঃসম্পাদক পদে মোঃ সাদেকুল ইসলাম ভেলু,ফুটবল প্রতীকে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ এনামুল হক বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল মামুন ইলিশ মাছ প্রতীকে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সেলিম হোসেন বোয়াল মাছ প্রতীকে পেয়েছেন ২৮ ভোট।
কোষাধ্যক্ষ পদে মোঃ রফিকুল ইসলাম সরকার কবি বই প্রতীকে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হেলাল উদ্দিন, দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।
দপ্তর সম্পাদক পদে মোঃ আইয়ুব আলী হাঁস প্রতীকে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রবিউল ইসলাম মিঠু কবুতর প্রতীকে পেয়েছেন ১৯ ভোট।প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন হান্নান আলী।
এছাড়াও কার্যকরী সদস্য পদে মোঃ লিটন মিয়া কাপ প্রীজ প্রতীকে ৫৬ ভোট,মোঃ শফিউল্লাহ, জগ প্রতীকে ৬৩ ভোট ও মোঃ আবু আলা, মগ প্রতীকে ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ খয়বর আলী গ্লাস প্রতীকে পেয়েছেন ৩৫ ভোট।