ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সার থেকে বাঁচতে এইচপিভি টিকা নিন: চসিক মেয়র

Md. Saiful Islam Journalist
নভেম্বর ১২, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ । ১০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসমাইল ইমন, চট্টগ্রাম: কিশোরীদের ভবিষ্যতে ক্যান্সার থেকে বাঁচাতে এইচপিভি টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১২ নভেম্বর )নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে কিশোরী ও মাতৃমৃত্যু হার কমানোর লক্ষ্যে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়রত ছাত্রীদের ও ১০-১৪ বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে মাসব্যাপী এইচপিভি প্রথম ডোজের টিকা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
মেয়র বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট। এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসরণ করে সরকারি উদ্যোগে বিনামূল্যে এই টিকা প্রদান করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, ডা. এস এম সরোয়ার আলম, এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু, কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ নূরবানু চৌধুরী, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমা বড়ুয়া।