ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

আজকের বিনোদন
নভেম্বর ১০, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ । ১৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খঃ ফাহিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে শাখা ছাত্রদলের কর্মীরা।

আজ রবিবার (১০ই নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা। এসময় বিতাড়িত স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দেয় তারা। মিছিল নিয়ে প্রধান ফটকের বাইরে একত্রিত হয় তারা।

এসময় ইবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, “জুলাই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষের বিপ্লবের মুখে স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ছাত্রদলের কর্মীরাও এ আন্দোলনে লড়াই করেছে। কিন্তু পলাতক হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় প্রথা চালু আছে। সেই প্রথা অনুযায়ী হাসিনাকে দেশে ফেরত এনে তার বিচার করতে হবে। এখনো শিক্ষক সহ প্রশাসনিক বিভিন্ন পদে আওয়ামী সরকারের মদদ দাতারা বহাল তবিয়তে আছে। অবিলম্বে তাদেরকে পদচ্যুত করতে হবে। তারা এখনো ষড়যন্ত্র করে চলেছে। যেখানেই তাদের অবস্থান পাওয়া যাবে আমরা সেখানেই তাদের দমন করবো।”

তিনি আরও জানান, উপাচার্যকে আওয়ামী দোষরদের পদচ্যুত করার সময়সীমা বেঁধে দিতে হবে। তা না হলে প্রশাসন ভবন ঘেরাও ও কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা খুনি হাসিনার বিচারের দাবিতে মানুষের অবস্থানকে তুলে ধরবেন। এসময় তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নামে জয়ধ্বনি দিতে দেখা যায়।