ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তনিমা আফ্রাদ এর যোগদান

আজকের বিনোদন
নভেম্বর ১০, ২০২৪ ৯:১৩ পূর্বাহ্ণ । ৫৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন তনিমা আফ্রাদ।

রবিবার (১০ নভেম্বর) সকালে তিনি কাজে যোগদান করেন।

যোগদান করা তনিমা আফ্রাদ বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা। বিদায়ী কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম ইমাম রাজী টুলুর স্থলাভিষিক্ত হলেন তনিমা আফ্রাদ। তিনি পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসিন্দা। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে তনিমা আফ্রাদকে (১৮০৯৪) কালীগঞ্জে পদায়ন করা হয়েছে। বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা তনিমা আফ্রাদ ২০২৩ সালের ২৮ জুলাই থেকে সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

গত ৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেরপুর সদর উপজেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সহকারী কমিশনার হিসেবে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।