ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে পলিথিন মুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান

আজকের বিনোদন
নভেম্বর ৭, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ । ২৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাহিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন “গ্রীন ভয়েস”-এর উদ্যোগে পলিথিন মুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। “আমার ক্যাম্পাস, আমি পরিষ্কার রাখবো” স্লোগানকে সামনে রেখে আজ ৭ই নভেম্বর সকাল ৯টায় এ কার্যক্রম শুরু করে তারা।

বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রায় শতাধিক সদস্যদের মাঝে টি-শার্ট ও সুরক্ষা সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এরপর ছোট ছোট দলে বিভক্ত হয়ে ক্যাম্পাসের প্যারাডাইস রোড, ডায়না চত্ত্বর, ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ, জিয়া মোড় সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালায়। প্রায় ৩ ঘণ্টার অভিযানে ৪০ বস্তা বর্জ্য সংগ্রহ করা হয় যা নির্দিষ্ট স্থানে নিষ্কাশন করা হয়।

এসময় সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন গ্রীন ভয়েস এর উপদেষ্টা ও এনভায়রনমেন্ট সাইন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড. আনিসুল কবির। এছাড়াও কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং হিসাবিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন।

গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, “আজ আমাদের মূল উদ্দেশ্য ক্যাম্পাসের পচনশীল নয় এমন দ্রব্যগুলো সংগ্রহ করা। আজ ভিসি বাসভবন থেকে বঙ্গবন্ধু হল পুকুরপাড় পর্যন্ত অভিযান চালিয়েছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিনের অভাব লক্ষ্য করেছি। প্রশাসনকে আহ্বান করবো এমন স্থানগুলোতে ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য।”