ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪

ফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম

আজকের বিনোদন
নভেম্বর ৭, ২০২৪ ৩:৩৯ পূর্বাহ্ণ । ৪৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম জানেন না অনেকেই। ফলে ফোন চার্জ দিতে দেরি হয়। এমনকি কমে যায় ব্যাটারির আয়ু। কেউবা চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করেন। এতে ব্যাটারি বিস্ফোরণেরও ঝুঁকি থাকে। জানুন ফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম।

ফোনে চার্জ দিতে বসিয়ে ঘাঁটার অভ্যাস খুব খারাপ। এটা পরিহার করুন। চার্জে বসিয়ে ফোনে হাত দেবেন না। দেখবেন কেমন দ্রুত চার্জ হচ্ছে ফোন। সেই সঙ্গেই ব্যাটারি সেভিং মোড এনাবল করে রাখুন।

ফোনের ইন্টারনেট সংযোগ অফ করে দিন। খুব জরুরি কোনও মেল বা মেসেজ আসার থাকলেও একটু সময় অপেক্ষা করুন। দেখবেন নেট সংযোগ না থাকলে তড়তড়িয়ে চার্জ হবে মোবাইলে।

আর একটা চমৎকার উপায় রয়েছে। ফোনকে ফ্লাইট মোডে রেখে দেওয়া। হ্যা, তাতে হয়তো অন্যরা আপনাকে ফোনে পাবে না। খুব জরুরি কোনও ফোন আসার না থাকলে এটা করে দেখতে পারেন। ফল মিলবে দ্রুত।

ফোন দ্রুত চার্জ দিতে চাইলে করণীয়

ফোন দ্রুত চার্জ দিতে চাইলে সেটিকে বন্ধ রেখে চার্জে বসানা। অথবা স্লিপ মোডে ফোন রেখে চার্জ দিন। কোনো ভাবেই ফোন চার্জ দেওয়ার সময় গেমস খেলবেন না। তাহলে কিন্তু চার্জ হতে অনেক সময় লেগে যাবে।

পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন। এটি স্ক্রিন লাইট, সাউন্ড ভলিউম নিয়ন্ত্রণে রেখে দ্রুত চার্জের সুযোগ করে দেবে।

ওয়াই-ফাই, ব্লুটুথ ও অন্যান্য নেটওয়ার্ক সংযোগ টার্ন অফ করে দিন।

আর এভাবেই আপনার ফোনটি দ্রুত চার্জ হবে।

Tanim Cargo