ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

জনস্বার্থে কিছু অব্যক্ত কথা

আজকের বিনোদন
অক্টোবর ১৯, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ । ৯৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা প্রতিনিধিঃ
অযোগ্য,অদক্ষ,প্রাইমারী বিদ্যালয়ের গন্ডি পেরয়নি,এসব একাধিক পেশার ব্যক্তি, ‘ব’ কলম,ভুঁইফোড়,দাদন ব্যবসায়ী (সুদারু),কসাই, জুয়ারু, মদারু, তাসারু,ডাকাত,পান দোকানদার,শ্রমিক,হকারসহ নানা কিছিমের লোক যখন দেখি সাংবাদিক ! এখন সাংবাদিকদের মানুষ আর ভালোবাসে না।
ব্যাঙের ছাতার মতো যত্রতত্র নামকাওয়াস্তে কার্ড ধারী সাংবাদিক গজে উঠায় মানুষ তাদের দেখলে নাক সিটকায় ও ঘৃণা করে। আর এজন্য কারা দায়ী..?
একজন বিবেকবান মানুষ হিসেবে তখন প্রশ্ন জাগে-এদের সৃষ্টি বা তৈরী করলো কে..? আর এ ধরনের ব্যক্তিরা কীভাবে পত্রিকা/টিভি/অন লাইন/রেডিওসহ বিভিন্ন গন মাধ্যমের কার্ড/নিয়োগপত্র পায় তা আমার বুঝে আসেনা !
আার সংবাদপত্র এবং সাংবাদিককে বলা হয় জাতির বিবেক,সমাজের দর্পণ।
যারা-কূখ্যাত দাদন ব্যবসায়ী (সুদারু),কসাই, জুয়ারু,মাদক ব্যবসার অভিযোগ আছে এমন ব্যক্তি,চোর-ডাকাত নানা দোষে দূষিত এসব ঘৃণিত লোক যখন সাংবাদিক পরিচয় দেয়,তখন জাতির বিবেক “সাংবাদিক” শব্দটির কথা মনে হলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়,এই জন্য যে, আমিও একজন সাংবাদিক।
সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রত্যাশা এবং সময়ের দাবী,অপ-সাংবাদিকতা রোধে শুদ্ধি অভিযান চালানো উচিৎ।
তাছাড়া সাংবাদিকতার ক্ষেত্রে সময়ের দাবী এবং এ ডিজিটাল সময়ে কমপক্ষে স্নাতক বা সমমানের প্রতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা থাকা উচিৎ। মফস্বল নারী সাংবাদিক এর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক করা যেতে পারে বলে আমি মনে করি।
তাছাড়া,যারা দীর্ঘবছর থেকে এ পেশায় যুক্ত, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।
এছাড়া,ছাত্র,শিক্ষক,এনজিও কর্মী ও অন্যান্য পেশার ব্যক্তিদের কোনো প্রতিবেদন যদি প্রকাশ হয়,তাহলে তাদেরকে সম্মানজনক সম্মানী দেয়া যেতে পারে। তবে তাদেরকে গণমাধ্যমের কোনো আইডি কার্ড দেয়া থেকে বিরত থাকতে হবে।
সেই সাথে সংবাদপত্র এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটি শক্তিশালী গ্রহনযোগ্য নীতিমালা থাকা ও তার বাস্তবায়ন  দরকার।
এ দোষ কারো কি শুধু একার..
সংশ্লিষ্ট দপ্তরের যতো কর্ণধার তারাও দেখি নির্বিকার,এ ব্যাপারে তাদের নেই কি কোনো কিছুই করার. কোনো কিছুই করার…?
অবসরে মনে হয়,অনেক বলে ফেললাম।
বলার আছে আরো কতো যে কথা,সময় এবং সুযোগ পেলে বলতেও পারি তা”।।