ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

অপহরণের ঘটনায় সম্পৃক্ত ৩ আসামীসহ অস্ত্র উদ্ধার

আজকের বিনোদন
অক্টোবর ১৭, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ । ৩৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ জুবাইর, টেকনাফ(কক্সবাজার) টেকনাফে বেলাল অপহরণের ঘটনায় সম্পৃক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে হ্নীলা ইউপি ৭ নং ওয়ার্ড,রঙ্গীখালী

মৃত ফকির মিস্ত্রির ছেলে আবচার উদ্দিন প্রকাশ রায়হান (৩৩), মৃত আবুল হোছাইন”র ছেলে জসিম উদ্দিন(৩৫) ও বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকার  মৃত মকবুল আহমদ আমীর আহমদ(৫৫)।
১৬ অক্টোবর বুধবার সন্ধ্যা  সাড়ে ৬ টার সময় বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ের ডালায় অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: গিয়াস উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ” টেকনাফ উপজেলার
বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম, কক্সবাজারের পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ”র তত্বাবধানে, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোঃ দস্তগীর হোসেন এর নেতৃত্বে অপহৃত ভিকটিম বেলালকে উদ্ধার করে  ২ জন আসামীকে দেশীয় তৈরী ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ সহ দেশীয় তৈরী কিরিচ ও দা সহ আটক করেন। তিনি আরো জানান, ভিকটিম বেলালের চাচা আমীর আহমদ জায়গা সম্পত্তির বিরোধের জের ধরেই রোহিঙ্গা শফি নামের এক ডাকাতের সাথে গত তিন সপ্তাহ আগে আমীর আহমদ এর ভাতিজা ভিকটিম বেলালকে অপহরণ করার জন্য চুক্তি করে। অপহরণ করে নিয়ে যাওয়ার পর মুক্তিপণের টাকা আদায়ের জন্য বেলালের পরিবার থেকে তাদের মৌরসি জায়গা সমূহ অল্প মূল্যে তাহার চাচারা ক্রয় করে তাহার ভাতিজা ভিকটিম বেলাল কে উদ্ধারের পরিকল্পনা সাজায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেলাল কক্সবাজার শহর থেকে নিজ গ্রামে সম্পত্তি দেখাশোনা কাজে আসলে ঘটনার দিন ১৪ অক্টোবর  রাত অনুমান ৩ টার সময় নিজ বাড়ি থেকে  বেলালকে অপহরণ করে নিয়ে যায়।
এর পর থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে আসছিলো অপহরণকারীরা।
উল্লেখ্য যে, এই অপহরণে ঘটনায়  ১৬ অক্টোবর  টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
এছাড়া গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ দস্তগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলার এজাহার দায়ের করেন বলেও জানান ওসি মু: গিয়াস উদ্দিন।