ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

আন্দোলনে ৬ জনের মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযোগ দায়ের

আজকের বিনোদন
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৮:১২ পূর্বাহ্ণ । ৪৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যানগাড়িতে ৬ জনের লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় আরও দুইটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়।

আজ বুধবার ১১ সেপ্টেম্বর ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দায়ের করা হয়।

তদন্ত দলের প্রধান আতাউর রহমান জানিয়েছেন, আশুলিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাত হোসেন সজলকে হত্যার অভিযোগ দায়ের করেন নিহতের মা শাহিনা বেগম।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ আনা হয়েছে এবং আশুলিয়ার একটি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আসসাবুর হত্যার ঘটনায় অভিযোগ দায়ের করেন নিহতের ভাই রিজওয়ানুল। এতে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায়পুলিশভ্যানে ছাত্র-জনতার মরদেহ পোড়ানোর অভিযোগ ওঠে। গুলি করে হত্যার পর ভ্যানগাড়িতে উঠিয়ে এরপর মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ৩১ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়।