ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
  • অন্যান্য

মোল্লাহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ।

আজকের বিনোদন
জুলাই ২, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ । ৪০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচ,এম মাসুম বিল্লাহ ,মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালে/ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার, ২ জুলাই সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা। অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন সহকারী কৃষি অফিসার মো:মেহেদী হাসান, মোল্লাহাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ। কৃষি অফিসার জানান, ৭টি ইউনিয়নের ২৭৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি  সার এবং ১০ কেজি এমওপি সার সরকারি সহায়তা হিসেবে  বিনামূল্যে বিতরণ করা হয়।