ঢাকাসোমবার , ১ জুলাই ২০২৪
  • অন্যান্য

কর্তৃপক্ষের আশ্বাসে অবশেষে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

আজকের বিনোদন
জুলাই ১, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ । ৯৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুর রহমান :-

নরসিংদীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির মোল্লার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান আদুরী এ্যাপারেলসের শ্রমিকরা বকেয়া বেতন, বোনাস ও ওভারটাইমের দাবী সহ নানা অভিযোগ এনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে নরসিংদী জেলা পুলিশের দৃঢ়তায় প্রতিষ্ঠানের মালিক আব্দুল কাদির মোল্লার আশ্বাসে অবশেষে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকায় আব্দুল কাদির মোল্লার ব্যক্তি মালিকানাধীন থার্মেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠান আদুরী এ্যাপারেলস। ওই ফ্যাক্টরীতে প্রায় ৫ হাজার শ্রমিক বিভিন্ন পদে কাজ করেন। গত ৩০ জুন রবিবার বিকেলে হঠাৎ করে শ্রমিকরা বকেয়া বেতন, ঈদ বোনাস, ওভারটাইম পরিশোধ ও শ্রমিকদের বাধ্যতামূলক কর্তৃপক্ষের কাছ থেকে দুই লিটার সয়াবিন তেল ক্রয় সহ নানা অভিযোগ এনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষুদ্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। পুলিশের কথায় শ্রমিকরা শান্ত হলে কয়েক ঘন্টা পর আদুরী এ্যাপারেলসের মালিক আব্দুল কাদির মোল্লা পুলিশী প্রহরায় প্রতিষ্ঠানে প্রবেশ করেন। এসময় তিনি আন্দোলনরত শ্রমিকদের শান্ত করেন এবং তাদের দাবী মেনে নেন। এসময় তিনি শ্রমিকদের উদ্দেশ্যে ঈদ বোনাস আগামী ২ জুলাই, মে ও জুন মাসের বকেয়া বেতন সহ ওভারটাইম ৭ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হবে বলে ঘোষণা দেন। তার এই ঘোষণায় শ্রমিকরা আশ্বস্ত হয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। ফলে কোনোরকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।