ঢাকাবুধবার , ১২ জুন ২০২৪
  • অন্যান্য

চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে জেল দিল ভ্রাম্যমান আদালত

আজকের বিনোদন
জুন ১২, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ । ৩০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিল ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার বাহাদুরসাদী (ঘোড়াশাল ব্রীজ সংলগ্ন) এলাকা থেকে ওই ৩ জনকে চাঁদাবাজির অভিযোগে আটক করে  কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু।
দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন, রহিম শিকদারের ছেলের তারিফ শিকদার (২১), নাসির উদ্দিনের ছেলে তানভীর (২০), নজুমদ্দীনের ছেলে সিদ্দিক (৫০)। তারা সকলেই উপজেলার দেওপাড়া এলাকার বাসিন্দা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুল বলেন, দন্ড প্রাপ্তরা প্রত্যেকেই কালিগঞ্জ পৌরসভার নামে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। যেহেতু এটি অবৈধ তাই তাদেরকে আটক করে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ধরনের অবৈধ কাজের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে বেঞ্চ সহকারি হিসেবে ছিলেন হুমায়ূন শিকদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।