ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০২৪
  • অন্যান্য

মোল্লাহাটে গৃহ ও ভূমিহীনদে আশ্রয়ন প্রকল্পের ঘর ও জমি হস্তান্তর

আজকের বিনোদন
জুন ১১, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ । ৭৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচ,এম মাসুম বিল্লাহ মোল্লাহাট, বাগেরহাট :
বাগেরহাটের মোল্লাহাটে গৃহ ও ভূমিহীনদের মাঝে ঘর ও জমির মালিকানা হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ পরিকল্পনার আওতায় মঙ্গলবার(১১জুন) সারাদেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করেন। সকাল ১১টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে
সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর করা হয়। যার মধ্যে মোল্লাহাট উপজেলার ৬৪ টি ঘর এবং জমির দলিল রয়েছে।
এ উপজেলায় এর পূর্বে প্রথম পর্যায়ে ৩৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৬০টি, তৃতীয় পর্যায়ে ১৭০ টি, চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ৭৫ টি, দ্বিতীয় ধাপ ৭০ টি, পঞ্চম পর্যায়ে ৬৪ টি সহ সর্বমোট ৪৭৪ টি ঘর উপজেলার গৃহ ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার(১১জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে, সুবিধাভোগী ৬৪ টি পরিবারের সদস্যদের মাঝে ভূমি ও ঘরের মালিকানা হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)
তাহমিনা সুলতানা নীলা,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান, শিকদার উজির আলী, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সাংবাদিক নেতা মোহাম্মদ আলী মোহন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সী তানজিল হোসেন, মোল্লাহাট রিপোর্টার্স ক্লাবের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কবির আহমেদ প্রমূখ।