ঢাকাশুক্রবার , ১২ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

স্পেনের টেনেরিফে ঈদুল ফিতর উদযাপন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

আজকের বিনোদন
এপ্রিল ১২, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ । ৬৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লোকমান হোসেন,স্পেন প্রতিনিধি :

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দের মধ্য দিয়ে স্পেনের কানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রবাসী  বাংলাদেশিরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (৯ এপ্রিল)টেনেরিফে বসবাসরত বাংলাদেশি মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন।

বাঙ্গালী অধ্যুষিত লাস আমেরিকার সিডি মারিনো স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে। 

ঈদের জামাতে বাংলাদেশীদের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসী মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন প্রবাসী মুসলিম সম্প্রদায়। এ সময় ঈদের জামাত।পরিদর্শন করে বক্তব্য দেন  সিটি কর্পোরেশনের ক্রীড়া কাউন্সিলর রুবেন গঞ্জালেজ পেরেজ

দুপুরে শাহাজাহান রিঙ্কু ভাইয়ের রেস্টুরেন্ট শের এ পাঞ্জাবে সমগ্র বাংলা কমিউনিটির উদ্যোগে এক ঈদ পূর্ণমিলনী ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়,এই সময় তেনেরিফে বসবাসরত বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিনীত হয়।অতিদিয়দের দেশিও নানা খাবারে আপ্যায়ন করা হয়।

প্রবাসে অনেকের কর্মব্যস্ততার কারণে প্রতিবেশীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও কুশল বিনিময় করার সুযোগ হয়ে ওঠে না। তাই এই ঈদ পুনর্মিলনীর মাধ্যমে এক কাতারে আসার সুযোগ পেয়ে সবাই ঈদের দিনের  আনন্দে মেতে ওঠেন। তাদের সবার মধ্যে ঈদ আনন্দের আবহ ছিল পুরো অনুষ্ঠান জুড়ে।

এই আনন্দ আয়োজনে প্রবাসে বড় হওয়া শিশুদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

সমগ্র বাংলা কমিউনিটির আয়োজনে ঈদ পূর্ণমিলনীর এই অনুষ্ঠানে মহিলা ও শিশুদের বর্ণিল সাজে ও দেশীয় পোশাকে উপস্থিত হয়ে সবার সঙ্গে কুশল বিনিময় ও আনন্দ আড্ডায় মুখর ছিল সারা বিকেলজুড়ে।