ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

চার দশক পর কোপা দেল রে জিতল অ্যাথলেটিক ক্লাব

আজকের বিনোদন
এপ্রিল ৭, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ । ৬২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম ফারুক হোসেন :
১৯৮৪ সালে সবশেষ কোপা দেল রে জিতেছিল অ্যাথলেটিক বিলবাও। এরপর আর এ টুর্নামেন্টে সাফল্য পাচ্ছিল না দলটি। সেই অচলায়তন ভাঙল শনিবার (৬ এপ্রিল)। প্রায় চার দশকের খরার অবসান ঘটিয়ে শিরোপা জিতেছে তারা। ফাইনালে মায়োর্কাকে হারিয়েছে বিলবাও। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জয় পায় তারা। এটা অ্যাথলেটিকের ২৪তম কোপা দেল রে। প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপার মালিক তারা, ২৪টি। সর্বোচ্চ কোপা দেল রে জিতেছে বার্সেলোনা, ৩১টি।
মায়োর্কার দানি রদ্রিগেজের পর অ্যাথলেটিকের হয়ে গোল করেন ওইহান সানচেট। রদ্রিগেজ ২১ ও সানচেট ৫০ মিনিটে জালের দেখা পান। মূল ম্যাচ ড্র হলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১২০ মিনিট খেলা শেষেও কোনো সুরাহা না হওয়ায় হয় টাইব্রেকার। ডি কারতুজা স্টেডিয়ামের টাইব্রেকারে দুদলই প্রথম শটে গোল পায়। দ্বিতীয় শটে বিলবাও জালের দেখা পেলেও মিস করে বসে মায়োর্কা। পরের বারও হয় তার পুনরাবৃত্তি, বিলবাও গোল করলেও সুযোগ হাতছাড়া হয় মায়োর্কার। চতুর্থ শটে বিলবাও ও মায়োর্কা দুদলই গোল পায়। ফলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় অ্যাথলেটিকের।