শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে ওয়াসিম মিয়া (২৭) নামের এক শ্রমিক নিহত হয়েছে।২৭ মার্চ-২০২৪ বুধবার সকালে মদন-খালিয়াজুরী সড়কের উচিতপুর বালই ব্রীজে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওয়াসিম মিয়া মদন উপজেলার ফেকনী গ্রামের খাইরুল মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে,ওয়াসিম মিয়া দিন মজুরের কাজ করেন। বুধবার সকালে ইট ভাঙ্গার গাড়ি দিয়ে খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামে কাজে যাওয়ার জন্য রওনা হয়। পথে বালই ব্রীজের পাশে রাস্তার ওপর একটি গর্তে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ওয়াসিম মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মদন থানার (ওসি তদন্ত) জাহাঙ্গীর আলম এ প্রতিনিধিকে জানান,ইট ভাঙ্গার গাড়ি উল্টে একজন শ্রমিক নিহত হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।