ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
  • অন্যান্য

সাংবাদিকরা অর্থনৈতিকভাবে অবহেলিত ও নিরাপত্তাহীন

আজকের বিনোদন
মার্চ ৬, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ । ২৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল্লাহ আল নাঈম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেছেন, সাংবাদিকেরা মানুষের অধিকার আদায়ে কাজ করে কিন্তু বিভিন্নভাবে তারাই অবহেলিত। প্রতিটি সেক্টরের অর্থনৈতিক উন্নয়ন হলেও সাংবাদিকদের কোন উন্নতি হয়নি। পাশাপাশি সাংবাদিকতায় অপসাংবাদিকতা রোধে আইন করতে হবে। সাংবাদিকেরা অনেকটাই নিরাপত্তাহীন।
বুধবার (৬ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া বঙ্গবন্ধু স্কয়ারে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক সমাবেশে তিনি এই কথা বলেন। ১০ম ওয়েজবোর্ড ঘোষণা, নবম ওয়েজবোর্ড অনুযায়ী বকেয়া পরিশোধ, টেলিভিশন সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠামো ঘোষণাসহ বিভিন্ন দাবিতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, মহসিন কাজী, রিপোর্টার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শেখ জামাল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মোল্লা,বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি  স্বপন খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আরজু, রিপোর্টার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শেখ জামাল। এসময় স্বাগত বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন। সাংবাদিক সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ১০ম ওয়েজবোর্ড হবে সকল পেশাদার সাংবাদিকদের জন্য, আগামী ঈদের আগেই ৭০ ভাগ মহার্ঘ ভাতা ও নবম ওয়েজবোর্ড এর বকেয়া পরিশোধ করতে হবে। অবিলম্বে এই দাবিগুলো মেনে নেয়ার দাবি জানিয়েছেন তারা।