ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে নামাজ পড়া নিয়ে তর্কের জের ধরে সংঘর্ষ আহত-১০

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ । ১০৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে নামাজ পড়া নিয়ে তর্কের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে হিজলবাড়ীয়া গ্রামের মুমরেজ আলীর ছেলে বাদশা মিয়া (৬০), সিরাজুল ইসলাম (৫০), মৃত আব্দুর রহমানের ছেলে নবিছদ্দীনকে (৫০) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে বাদশার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ৯টার দিকে হিজলবাড়ীয়া গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হিজলবাড়ীয়া উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ আজমাইন হোসেন মিলাদ মাহফিল করতে পাশের গ্রামে গিয়েছিলেন। ফলে তিনি মসজিদে নামাজ পড়ানােতে অনুপস্থিত ছিলেন।
এ কারণে মুসল্লিদের মধ্যে থেকে মাহফুজ আলম নামের একজন ইমামতি করেন। নামাজ শেষে নজরুল ইসলাম নামে এক মুসল্লি বলেন,মুসল্লির ইমামতিতে নামাজ পড়ানো হয়নি। এ নিয়ে মুসল্লিদের মধ্যে দুটি পক্ষ সৃষ্টি হয়। এবং দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডায় শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। মসজিদ কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন জানান, মসজিদের ইমাম ছুটি নিয়ে পাশের গ্রামে মিলাদ পড়াতে যাওয়ায় মাহফুজ আলম নামের এক মুসল্লিকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়। এখানে সমস্যা হওয়ার কথা নয়। তারপরও হঠাৎ গন্ডাগোল বেঁধে যায়।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ দিলে,তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tanim Cargo
Tanim Cargo