ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

পাকুন্দিয়ায় উদিতা কিন্ডারগার্টেন এন্ড স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরন অনুষ্টিত হয়।

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৮:৫১ পূর্বাহ্ণ । ১৩২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় অবস্থিত উদিতা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছমির-হালিমা ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশিষ্ট গার্মেন্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ। ক্রীড়ানুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো.ইলিয়াস খান।
উদিতা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা নারায়ন চন্দ্র মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরফরাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান মুন্না, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল আহমেদ।
শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত থেকে ক্রীড়ানুষ্ঠান উপভোগ করেন।