ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ । ১৬৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিপু সুলতান (মহাদেবপুর) নওগাঁ থেকেঃ
নওগাঁর মহাদেবপুরে এক শিশু শিক্ষার্থী (৬) কে ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল মঙ্গলবার ভিকটিম শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় মামলার একমাত্র আসামী মহাদেবপুর উপজেলার বাগডোব (উত্তরপাড়া) গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ইছাহাক আলীকে (৫৫) আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ইছাহাক আলী ও তার স্ত্রী বাড়ির পাশের একটি লাউয়ের মাচায় কাজ করছিল। সে সময় ভুক্তভোগী ওই শিক্ষার্থী মূলা নেয়ার জন্য প্রতিবেশী ইছাহাক আলীর কাছে গেলে সে মূলা দেয়ার কথা বলে বাড়ীতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় সে চিৎকার শুরু করলে আসামী তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়ী এসে পরিবারের লোকজনকে বিষয়টি খুলে বলে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ইছাহাক আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ওইদিনই তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Tanim Cargo
Tanim Cargo