ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক শ্রীঘরে

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ণ । ১২১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর বদলগাছীতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিপন মন্ডল (৩৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় তাকে আটক করে আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ওসি শাহাজাহান আলী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই ছাত্রী রোববার দুপুরে গ্রামের একটি পুকুরে গোসল করছিল। এ সময় রিপন মন্ডল তাকে কৌশলে পুকুরের পশ্চিম পাড়ে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন তার আত্মচিৎকারে প্রতিবেশী আলাউদ্দিন এবং তার বাবা ছুটে এলে রিপন পালিয়ে যান। এরপর সে পরিবার স্থানীয় লোকজনকে ঘটনাটি জানায়। এরপর সন্ধ্যায় পুলিশকে খবর দিয়ে স্থানীয়রা রিপনকে পুলিশের হাতে তুলে দেয়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রোববার রাতে বদলগাছী থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করেন। সেই মামলায় রিপনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Tanim Cargo
Tanim Cargo