ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

গাইবান্ধায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ উপলক্ষে মতবিনিময় সভা

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ । ১৭৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার এক মতবিনিময় সভা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী নাহিদ
রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জাহাঙ্গীর আলম ও সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আব্দুল্লাহ যুনাইদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, অধ্যাপক মাজহারউল মান্নান, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, অধ্যাপক জহুরুল কাইয়ুম, বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠু, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আফজাল প্রমুখ। বক্তারা বলেন, নানা প্রতিবন্ধকতার কারণে ওই স্থানে এতদিনেও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা সম্ভব হয়নি। বর্তমানে এই প্রতিবন্ধকতা দূর
হয়েছে। কাজেই দ্রæত সময়ের মধ্যে বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান বক্তারা। পরে অতিথিরা ফুলছড়ি উপজেলার বধ্যভূমির স্থান ও পলাশবাড়ি উপজেলার নুনিয়াগাড়িতে বধ্যভূমির স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ পরিদর্শন করেন।