ঢাকাবুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত-৩

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ । ৩৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী চােখতােলা নামক স্থানে যাত্রীবাহি বাস ও মাটিবাহি ট্রাক্টরের মুখােমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাক্টরের চালকসহ ৩জন আহত হয়েছেন।
আহতরা হলেন- ট্রাক্টর চালক মেহেরপুর সদর উপজেলার কােলা গ্রামের বাবু মিয়া (২৭),গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের ইকতার আলীর ছেলে আব্দুল জলিল (৩৫) ও একই উপজেলার বাদিয়াপাড়া গ্রামের বুলবুল হােসেনের ছেলে আব্দুস সাত্তার (৩০)।
বুধবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের নির্মাণ কাজের অংশ হিসাবে ট্রাক্টর দিয়ে সড়কের পাশে মাটি ভরটের কাজ করছিলেন ট্রাক্টর চালক বাবু মিয়া,শ্রমিক আব্দুল জলিল ও আব্দুস সাত্তার। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী যাত্রীবাহি বাসের সাথে ট্রাক্টরের মুখােমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক্টর চালক বাবু,শ্রমিক আব্দুল জলিল ও আব্দুস সাত্তার আহত হয়। তবে বাসের কােন যাত্রী আহত হয়নি। পথচারীরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
এদিকে দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া যাত্রীবাহি বাসটি উদ্ধার করেছে পুলিশ। তবে মাটিবাহি ট্রাক্টরের কােন ক্ষতি হয়। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছেছে।