ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪

রুশ হামলার ভয়ে কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ

Md. Saiful Islam Journalist
নভেম্বর ২০, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ । ১০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। রাশিয়া সেখানে হামলা চালাতে পারে বলে তথ্য পাওয়া গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর ওই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

এই ঘটনার পরেই হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট কনসুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে চলতে কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমান হামলার সাইরেন বাজার পর তাৎক্ষণিক ভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস।

একই সঙ্গে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের খাবার, পানি এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করে রাখারও আহ্বান জানানো হয়।

Tanim Cargo