ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসককে গাছের চারা উপহার দিলেন ইউএনও

Md. Saiful Islam Journalist
নভেম্বর ২০, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ । ১১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি: গাছ ফুল-ফল দেয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌর্ন্দয্য বৃদ্ধি করে থাকে। পৃথিবীর প্রাণিজগতের অক্সিজেন সরবরাহ সহ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গাছ যথেষ্ট ভুমিকা রাখে।

আফরোজা আকতার চৌধুরী জেলা প্রশাসক হিসাবে জয়পুরহাটে যোগদান করায় পাঁচবিবি উপজেলা প্রশাসন উপজেলাবাসীর সঙ্গে তাঁর পরিচিতি ও মতবিনিময় সভায় আয়োজন করেন।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নিমিত্তে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরে জেলা প্রশাসক মহোদয় প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে তাঁকে স্বাগতম জানায় এবং একটি পাতাবাহার গাছের চারা উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান, পিআইও মোঃ রেফাউল আজম, মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওসার আলী সহ অনেকেই।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিগণ জেলা প্রশাসক মহোদয়কে উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় সকলের কথা ধর্য্য সহকারে শোনেন। এসব সমস্যা সমাধানে সবাইকে সঠিক ও ন্যায় পরায়নের সাথে নিজ নিজ দ্বায়িত্ব পালন করতে হবে বলে জানান জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

আমরা নিজেরাই যদি অনিয়ম ও দূর্নীতি সাথে বসবাস করি তাহলে দেশ ও সমাজের উন্নতি কোন দিনই সম্ভব নয়। সবশেষে তিনি উপস্থিত সকলের মঙ্গল কামনা করেন।

Tanim Cargo
Tanim Cargo