নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি: পর্যটন নগরী কক্সবাজার জেলার নবসৃষ্ট ঈদগাঁও উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মত স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উক্ত সেমিনার ও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা।
এছাড়া বর্ণিত উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থী উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে বিসিক লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় কর্তৃক পলিথিন পদ্ধতিতে স্থানীয়ভাবে লবণ উৎপাদন পদ্ধতি এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কর্তৃক স্থানীয়ভাবে কেচোঁ সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন পদ্ধতি প্রদর্শন করা হয়। প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার প্রদর্শিত স্থানীয়ভাবে উদ্ভাবিত পদ্ধতিগুলো জনকল্যাণে জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এছাড়াও উক্ত প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান বিষয়ক ও জনকল্যাণমূলক বিভিন্ন মডেল উপস্থাপন করে। উপজেলা নির্বাহী অফিসার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি মনোযোগী হওয়ার নির্দেশনা প্রদান করেন। প্রদর্শনীতে অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতন,ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা নবায়নযোগ্য শক্তি সম্পন্ন আধুনিক গ্রাম ও পরিবেশ বান্ধব পরিকল্পিত নগরায়ণ নামক সর্বোচ্চ দু'টি প্রজেক্ট প্রদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার উক্ত প্রজেক্টের উপর শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।
‘‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী’’তে অংশগ্রহণকারী সকল সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্টানসমুহকে সম্মাননা স্বারক দেয়া হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থী দিবা,রোহান,শাওন নিজেদের তৈরি প্রজেক্টগুলো আগত দর্শকদের সামনে প্রদর্শন ও উপস্থাপন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিজ্ঞান বিষয়ক শিক্ষক এনামুল হক,নুরুল ইসলাম,আব্দুল খালেক বলেন, উপজেলায় এ ধরণের অনুষ্ঠান বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী গড়তে সহায়ক ভুমিকা পালন করবে।