ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়ার পূর্বাভাস

Md. Saiful Islam Journalist
নভেম্বর ১৮, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ । ২৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে শীতের অনুভূতি বাড়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (১৮ নভেম্বর) মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আজ সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ১৪ দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৩২ ডিগ্রি সেলসিয়াস।

Tanim Cargo