ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

প্যারাগুয়ের কাছে হেরে গেল আর্জেন্টিনা

Md. Saiful Islam Journalist
নভেম্বর ১৫, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ । ২৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখালো প্যারাগুয়ে। এগিয়ে যাওয়া ম্যাচেও হার দেখতে হলো লিওনেল মেসির দলকে। গত পাঁচ বছরে এটি মাত্র চতুর্থ হার আলবিসেলেস্তেদের।

আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিল টপার আর্জেন্টিনা।

প্যারাগুয়ের মাঠে গিয়ে হোঁচট খেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গত সেপ্টেম্বরে এই দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকেও হারিয়ে দিয়েছিল প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাইয়ের একটি সংস্করণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারালো দলটি।

বল দখলে আর্জেন্টিনা বেশ এগিয়ে (৭৭ ভাগ) থাকলেও শটের দিক থেকে প্রায় সমানে সমান ছিল প্যারাগুয়ে। তাদের ৮টি শটের মধ্যে ২টি ছিল লক্ষ্যে, এই দুটিতেই হয়েছে গোল। অন্যদিকে ৯ শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছিল আর্জেন্টিনা।

ম্যাচের ১১ মিনিটে লাওতারো মার্টিনেজের বাঁ পায়ের ফিনিশিংয়ে আর্জেন্টিনাই এগিয়ে গিয়েছিল ম্যাচে। কিন্তু এই এগিয়ে থাকা মাত্র ৮ মিনিটের জন্য।

১৯ মিনিটে আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক গোল স্বাগতিকদের।

জয়সূচক গোলটি করেন ওমর আলদেরেতে। ৪৭ মিনিটে তার হেডে ব্যবধান ২-১ করে প্যারাগুয়ে। লিওনেল মেসি পুরো সময় মাঠে থাকার পরও আর্জেন্টিনা আর ব্যবধান কমাতে পারেনি। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল স্কালোনির দলকে।

এই হারের পরও অবশ্য লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ৭ জয়, এক ড্র আর ৩ হার নিয়ে ২২ পয়েন্ট তাদের। ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া দুই এবং ১৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তিনে। ১৬ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ের অবস্থান এখন ছয় নম্বরে।

দৈনিক আজকের বিনোদন/এসএ/এসআই

Tanim Cargo
Tanim Cargo