ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪

জলঢাকায় প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত

আজকের বিনোদন
নভেম্বর ১৪, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ । ২৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াশ সুবিধার উন্নয়নতির মাধ্যমে কিশোর কিশোরীদের শারীরিক সুস্থতা এব একিভুত মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন জেএনও ওয়াশ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জেএনও ওয়াশ প্রকল্পের অবহিত করন সভা উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, প্লান ইন্টারন্যাশনাল ও ইএসডিও যৌথ উদ্দ্যোগে আয়োজিত সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবির চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মোঃ কামরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তের সহকারী প্রকেীশলী মোঃ আব্দুল গফুর তালুকদার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিষ্ট, মোঃ ময়নুল হক, পংকজ ময় ত্রিপুরা, ইএসডিওর হেড অফ ফিল্ড অপারেশন আবু জাফর নূর মোহাম্মদ, ইএসডিও জেএনও ওয়াশ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল মান্নান সহ সভায় জেএনও-ওয়াশ প্রকল্পভূক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর মধ্যে মেয়ে শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে উপকৃত হবে।

সভায় জেএনওর-ওয়াশ প্রজেক্ট প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপান করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিষ্ট পংকজ ময় ত্রিপুরা,। তিনি আরও
জানান,  জাপান ন্যাশনাল অফিস (জেএনও) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)) যার মূল উদ্দেশ্য হচ্ছে। মাধ্যমিক বিদ্যালয়সমূহে ওয়াশ ফ্যাসিলিটিজ উন্নত করা এবং ওয়াশ, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক জ্ঞান, চর্চা এবং আচরণগত পরিবর্তনের মাধ্যমে সবার জন্য একিভূত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদান রাখা”।

 

Tanim Cargo
Tanim Cargo