ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের উচ্চশিক্ষার খাত মাফিয়া প্রভাবের শিকার হয়েছিলো : ইউজিসি মেম্বার

আজকের বিনোদন
নভেম্বর ১০, ২০২৪ ১:০১ অপরাহ্ণ । ৩১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেকৃবি প্রতিনিধি: গত বেশ কিছু বছর ( স্বৈরাচার শাসনামলে) বাংলাদেশের উচ্চশিক্ষার খাত এক ধরনের মাফিয়া প্রভাবের শিকার হয়েছে। অবকাঠামো উন্নয়নের নামে যেভাবে অর্থের অপচয় হয়েছে তা নজিরবিহীন। আর এই অবকাঠামো উন্নয়নের নামে ভয়াবহ মাফিয়া চক্রের শিকার হয়েছে উচ্চশিক্ষাখাত। অপ্রোজনীয় বিভিন্ন খাতে অর্থের অপচয় করা হয়েছে যেখানে শিক্ষার মানের সাথে কোন সম্পর্ক নেই। এমনটাই তুলে ধরেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ( ইউজিসি) মেম্বার প্রফেসর ড. তানজিমুদ্দিন খান তার বক্তব্যে।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নিশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম -২০২৩ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির মেম্বার প্রফেসর ড. তানজিমুদ্দীন খান আরও বলেন,আমি আসলে মাঠে ঘাটের মানুষ। আর আজ মনে হয় সেই মাঠে ঘাটের মানুষের সাথেই এখানে দেখা হয়েছে। যারা ভেটেরিনারি সাইন্স পড়ছেন তারা আসলে মাঠে ঘাটের মানুষ এবং এই মাঠে ঘাটের মানুষই আসলে বাংলাদোশকে বাঁচিয়ে দিয়েছে। কোভিড এর সময় বাংলাদোশের যো ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যাওয়া কথা ছিলো তা আসলে হয় নি এই মাঠে ঘাটের মানুষদের জন্যই। এবং এই মাঠে ঘাটের মানুষ গুলোই আসলে দিনের শেষে স্বীকৃতি পায় না। আর এই মাঠে ঘাটের মানুষদের স্বীকৃতি না দেয়ার যে রাষ্ট্রের প্রবণতা এটা উপনিবেশিক কাঠামো। উপনিবেশিক কাঠামোতে যারা এডমিনিস্ট্রেশনে থাকে তারা আসলে মাঠে ঘাটের থেকে দূরে থাকেন। আর এজন্যই নানা সময় অধিকার আদায় এর জন্য আসলে আমাদের আনৃদোলন করতে হয়৷ আমি চাই মাঠে ঘাটপর মানুষের সাথে প্রশাসনের দূরত্ব কমে আসুক। আপনাদের( শেকৃবির) বেশ কিছু সমস্যা আমি শুনেছি এর মধ্যে ইন্টার্ন ভাতা, ল্যাব ফ্যাসিলিট এবং ভেটেরিনারি ক্লিনিকের বিষয়টা এসেছে। যে খাত গবেষণা এবং শিক্ষার মানের সুযোগ বাড়াবে সেখানেই ইউজিসি অনেক বেশি মনোযোগ দিতে চায়।

আজ রবিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে এই ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৩ এর উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ তানজিমুদ্দীন খান, মেম্বার, ইউজিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: বেলাল হোসেন, উপ-উপাচার্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, প্রফেসর মো. আবুল বাশার, ট্রেজারার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম,ডিন এএসভিএম অনুষদ শেকৃবি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, স্কয়ার ফার্মাসিটিক্যালস। কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন ড. আল-নূর মো: ইফতেখার রহমান ও ড. মো: রাশেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলে এএসভিএম অনুষদের অন্যান্য শিক্ষক এবং ইন্টার্নিশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর ড. আল-নূর মো: ইফতেখার রহমান এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর ড. মো: রাশেদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে শেকৃবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আব্দুল লতিফ বলেন,ইন্টার্নশিপ প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদের জন্য।শুধু পাঠ্যপুস্তকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং পারদর্শিতার জন্য যথেষ্ট নয়।বাস্তবিক জ্ঞান অর্জন করা প্রয়োজনীয়তা রয়েছে যা এই প্রোগ্রামের মাধ্যমে অর্জন করার সুযোগ তৈরি হয়।আশা করছি আমাদের শিক্ষার্থীরা এই ইন্টানশিপ প্রোগ্রামের মাধ্যমে প্রয়োগিক জ্ঞান অর্জন করবেন এবং নতুন যাত্রাকে সমৃদ্ধ করবে।

Tanim Cargo