ঢাকাশুক্রবার , ১০ মে ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে সীমান্তে তিন কোটি টাকার সাপের বিষ উদ্ধার

আজকের বিনোদন
মে ১০, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ণ । ৭০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর সীমান্তের নিকটবর্তী এলাকা হতে অবৈধ পথে ভারতে সাপের বিষ পাচারের সময় দুই কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর সদস্যরা।
শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৩ টার সময় বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া সীমান্ত থেকে মালিকবিহীন সাপের বিষগুলো আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিতিত্বে জানতে পারি যে, ঘাসুরিয়া এলাকা দিয়ে কিছু সাপের বিষ পাচার হচ্ছে। পরে সেখানে উপ-অধিনায়ক মেজর আফিক হাসান এর নেতৃত্বে বিরামপুর সীমান্তের ২৮৯/৪২ পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে মালিকবিহীন ২টি কাচের জার (যার ওজন যথাক্রমে ২ কেজি ৩১ গ্রাম এবং ২ কেজি ৯৬ গ্রাম) এ রিক্ষত অবস্থায় সাদা রংয়ের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রংয়ের সাপের বিষ ১ কেজি ৪৭১ গ্রাম উদ্ধার করা হয়। সর্ব মোট ২ কেজি ৪৭১ গাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লক্ষ ৫২ হাজার টাকা। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tanim Cargo
Tanim Cargo