ঢাকাসোমবার , ১৮ মার্চ ২০২৪

মেহেরপুরে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু নবজাতক জীবিত

আজকের বিনোদন
মার্চ ১৮, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ । ৯১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার হাসপাতাল বাজারে উপজেলা পরিষদ শাখা সোনালী ব্যাংকের নিচে গড়ে ওঠে একটি বেসরকারি হাসপাতালে, সিজারিয়ান অপারেশনের পর পান্না খাতুন (২৬) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে বেঁচে আছে নবজাতক। পান্না খাতুন উপজেলার দেবীপুর গ্রামের বাজার পাড়ার সেলিম রেজা’র স্ত্রী।

রোববার (১৭ মার্চ) বিকেল পাঁচটার দিকে হাসপাতাল বাজার এলাকায় অবস্থিত হাসিনা প্রাইভেট এন্ড গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগে জানা গেছে, গাংনী উপজেলার দেবীপুর বাজার পাড়া এলাকার সেলিম রেজা এর স্ত্রী পান্না খাতুন রোববার সকালে হাসিনা প্রাইভেট এন্ড গাংনী সনো ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। ক্লিনিকের পরিচালক হাফিজুর রহমানের ভাষ্যমতে, এ সময় ডা. আবু সালেহ মোহাম্মদ ইমরান গৃহবধূ পান্না খাতুনকে সিজারিয়ান অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিছুক্ষণ পর তার একটি কন্যা সন্তান জন্ম হয়।
স্বজনদের অভিযোগ, সন্তান জন্ম নেওয়ার কয়েক ঘন্টা পর পান্না খাতুনের শরীরে রক্ত দেয়া হয়। রক্ত দেওয়ার এক ঘন্টার মধ্যে পান্না খাতুন খুবই অসুস্থ হয়ে পড়ে। ফলে রহস্যজনক কারণে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে পান্না খাতুনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা। তবে কুষ্টিয়া নেওয়ার পথেই সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে পান্না খাতুনের মৃত্যু হয়। এ ঘটনার পর পরই হাসপাতালের কর্মকর্তারা আত্মীয়স্বজনকে ম্যানেজ করার জন্য নিহতের স্বামীর বাড়িতে ধরনা ধরেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা হয়েছে। আগামীকাল ওই ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tanim Cargo